ব্ল্যাক সুগার মাস্কটি দক্ষিণ কোরিয়ার প্রথম সারির প্রসাধনী ব্রান্ড ♥‘স্কিনফুড’এর বেশি বিক্রিত পণ্য গুলোর মধ্যে অন্যতম । ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে এই প্রোডাক্ট টির মোটামুটি ভালো রিভিউ দেখে আমি এটি কিনতে আগ্রহী হই ।আজকাল আমাদের দেশে বিভিন্ন বড় বড় সুপার শপ ও অনলাইনে এধরনের বিদেশি প্রোডাক্ট গুলো খুব সহজেই পাওয়া যায় ।এই প্রোডাক্টটি ব্যবহারের পর আমি আমার নিজস্ব অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের জানাবো ।
আমার এক্সপেরিয়েন্স-
নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা ♥ওয়াশ অফ ফেস মাস্ক। এর বিশেষত্ব হচ্ছে,ত্বকের জন্য উপকারী অন্যান্য উপাদানের পাশাপাশি এতে আছে ব্রাউন সুগারের খুব ছোট ছোট দানা। যা স্কিন এক্সফলিয়েট করতে সাহায্য করে।
♥ স্কিনফুড ব্ল্যাক সুগার মাস্ক এমন একটি ওয়াশ অফ ফেস প্যাক যা একি সাথে স্ক্রাব হিসেবেও কাজ করে। খুব ক্ষুদ্র ব্ল্যাক সুগার দানা (যা নরমাল চিনির দানার মতো স্কিনে কাঁটা ছেড়া তৈরি করে না) ছাড়াও এতে আছে ময়েশ্চারাইজিং অ্যান্ড নরিশিং ওয়েলস, যা রোমকূপ ক্লগ না করেই এক্সফলিয়েটেড স্কিনের ইরিটেশন কমায় আর স্মুথ ও সফট করে তোলে।চিনির দানা ত্বকে বিদ্যমান ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস পরিষ্কার করে।
এবার আসি মাস্ক টেক্সচারে-
টেক্সচার বেশ ইউনিক। দেখতে ঘন জ্যামের মতো, আর স্মেল খুবি লোভ জাগানো। চিনির ক্যারামেলি স্মেলে ক্ষিদে পেয়ে যায় প্রায়! টাচ করলে দেখবেন মাস্কটা বেশ শক্ত আর জমাট বাঁধা। কিন্তু “তেলতেলে” না। এতে অনেক ধরনের ইমালসিফাইড তেল থাকার কারণে খুব গরমে এই শক্ত জ্যাম-ই টেক্সচার একটু লুজ হয়ে আসে। মনে হবে তেল শীতে জমাট বাধে আর গরমে গলে যায় একটু।
আমি যে ভাবে ব্যবহার করেছি-
♥ ফেসওয়াশ দিয়ে ক্লিন করা হালকা ভেজা মুখে জাস্ট অল্প একটু পরিমান মাস্ক আমি লাইট লেয়ার করে মেখে নেই। তারপর ১০-১৫ মিনিট অপেক্ষা করি। এরপর হালকা পানি সারা মুখে ছিটিয়ে নিয়ে ১ মিনিট খুবি হালকা হাতে ম্যাসাজ করে পানি দিয়ে মাস্ক ধুয়ে ফেলি। আমি এটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করি।
অয়েলি স্কিনে গ্রীষ্মে স্ক্রাব হিসেবে আর শীতে ডিপ ময়েশ্চারাইজিং মাস্ক হিসেবে এটা বাজেটের ভেতরে মোটামুটি ভালো একটা প্রোডাক্ট হবে।নরমাল/ মিশ্র/ ড্রাই স্কিনের জন্য বছরের যেকোনো সময় এটা মাস্ক কাম স্ক্রাব হিসেবে কাজ করা যাবে।
তো, মাস্কের যে দিকগুলো ভালো লেগেছে-
– ভারসেটিলিটি। মাস্ক অথবা স্ক্রাব হিসেবে ইজিলি ইউজ করা যায়।
– অনেক নরিশিং ওয়েল থাকা সত্ত্বেও ধোয়ার পড়ে মুখে চিটচিটে তেলের লেয়ার পড়ে থাকে না। তেল পানির সাথে ইমালসিফাইড হয়ে পড়ে যায়। জাস্ট স্কিনের আদ্রতা বাড়ে।
– খুব ছোট ছোট চিনির দানা, স্কিনের ক্ষতি হবার চান্স অন্যান্য বিখ্যাত স্ক্রাব থেকে অনেক কম।
– গুনগত মানের দিক থেকে বাজেট সাশ্রয়ী প্রোডাক্ট, আমি এটি ৫ মাস যাবত ব্যবহার করছি। এখনও বেশ খানিকটা রয়ে গেছে ।
লিখেছেন
ফারিয়া সুলতানা, ঢাকা